সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 11, 2025 - 14:28
 0  41
সিরাজদিখানে জমি নিয়ে বিরোধে বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই পরিবারের ১২ সদস্য বাড়িছাড়া হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার এক স্বজনের বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানান ভুক্তভোগী আশুতোষ মন্ডল ও বিমল মন্ডল।

সংবাদ সম্মেলনে বলা হয়, কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকার আশুতোষ মন্ডল ও বিমল মন্ডলের সঙ্গে একই এলাকার কালি দাস মন্ডল, বিপুল মন্ডল ও দিপু মন্ডলের এক একর ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে সিরাজদিখান উপজেলা ভূমি অফিসে ‘মিসকেস’ মামলা (নম্বর-৬৭৪৪/২০১৩-১৪) দায়ের করেন আশুতোষ ও বিমল।

এর জেরে গত ৬ ও ৮ এপ্রিল ওই বিরোধপক্ষের লোকজন ও তাদের সমর্থক লাল মিয়ার ছেলে কামাল হোসেন, তারা মিয়ার ছেলে সোলেমান, মো. সানি এবং আরও ৪-৬ জন মিলে লোহার হাতুড়ি ও রড দিয়ে আশুতোষ ও বিমল মন্ডলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় বিমল মন্ডলের হাত ও পা ভেঙে যায়। পরে হামলাকারীরা নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন লুট করে নেয় বলেও দাবি করেন তারা। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিমল মন্ডল বলেন, “আমরা এখন নিজ বাড়িতে ফিরতে পারছি না। রাস্তায় ওরা ধারালো অস্ত্র হাতে ওঁত পেতে থাকে। আমাদের খোলা জায়গায় মারধর করে লুটপাট করেছে। জীবনের নিরাপত্তা চাই, সম্পত্তির ন্যায্য অধিকার ফেরত চাই।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কালি দাস ও বিপুল মন্ডল বলেন, “আমরা কোনো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা করাইনি। কামাল বা সোলেমান কী করেছে, তা আমাদের জানা নেই।”

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আলম মামুন বলেন, “উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার যদি এই প্রতিবেদনের ধরন বা স্টাইল নিয়ে কিছু নির্দিষ্ট চাওয়া থাকে, জানাতে পারেন — আমি সেভাবেই সাজিয়ে দিতে পারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow