সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার সাথে তর্কবিতর্কের জেরে এক প্রবাসীর পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ণ লুট এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী করিম খানের স্ত্রী রাবেয়া আক্তার জিনিয়া অভিযোগ করেন, মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে লৌহজং উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চন্দধূল এলাকায় একটি দ্রুতগতির অটোরিকশা তাদের গাড়িকে ওভারটেক করতে না পেরে থামিয়ে দেয়। এরপর অটোরিকশার চালক খারাপ ভাষায় গালাগালি শুরু করলে গাড়িতে থাকা করিম খান ও তার ভাই মিনহাজুল ইসলাম পাপ্পু এর প্রতিবাদ করেন।
পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কুসুমপুর মাঠের সামনে পৌঁছাতেই অটোরিকশাচালকের সহযোগীরা তাদের পথরোধ করে। চন্দধূল গ্রামের রনি, জব্বার, রাসেল ও সারোয়ারসহ ১০-১৫ জন হামলা চালিয়ে গাড়িতে থাকা সবাইকে মারধর করে। এ সময় করিম খানের পকেট থেকে ৩৫ হাজার টাকা এবং তার স্ত্রীর এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া, করিম খানের গর্ভবতী ভাবী মনি আক্তারকেও শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করা হয়। তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং পেটে আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।
প্রবাসী করিম খান জানান, "আমি দীর্ঘদিন ধরে বিদেশে থাকি। এলাকার অনেককেই চিনি না, তারাও আমাকে চেনে না। পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।"
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আলম মামুন জানান, "এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অপরপক্ষ থেকেও একটি অভিযোগ এসেছে। উভয় অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
What's Your Reaction?






