সিরাজদিখানে মাতৃভূমি সিটিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 26, 2025 - 19:03
 0  2
সিরাজদিখানে মাতৃভূমি সিটিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীনভাবে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাতৃভূমি সিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।

এ সময় ব্যক্তিমালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে শ্রেণি পরিবর্তনের চেষ্টা করায় মো. ফরিদ নামের জমির মালিককে সতর্ক করা হয়। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে নিজের উদ্যোগে মাটি ভরাট করে জমির পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow