সিরাজদিখানে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলার শিকার রুহুল আমিনের ছেলে মো. সাকলাইন বাদী হয়ে গত শনিবার (৫ এপ্রিল) সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম রশুনিয়া গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মো. মনির হোসেন (৫৫), তার ছেলে মো. মিঠুন শেখ (৩০), মো. মান্নান শেখের স্ত্রী লিমা আক্তার (৩০) ও আরও ৩–৪ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। মামলার নম্বর—১২।
মামলার পরিপ্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) রাতে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে প্রধান আসামি মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে। পরদিন সোমবার (৭ এপ্রিল) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে রশুনিয়া গ্রামের দুলাল মেম্বারের বাড়ির সামনে রাস্তায় জমি নিয়ে বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হন সাবেক চেয়ারম্যান এটিএম রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মানুন বলেন, "হামলার ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।"
What's Your Reaction?






