সিরাজদিখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

এমএ কাইয়ুম, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 28, 2025 - 15:37
 0  3
সিরাজদিখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে দিনব্যাপী বিনামূল্যে 'ভায়া' ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রাজানগর ভাড়ারিয়া কমিউনিটি ক্লিনিকে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. প্রতিমা চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ কাদীর, স্বাস্থ্য পরিদর্শক এন. ইসলাম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যশোদা রানী পাল, শ্যামল পৈত, সাজেদা চৌধুরী, সবিতা রানী দাস, সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী শিকদার, চাঁদনী বেগম, সিএইচসিপি লুবনা আক্তার, সাথী সরকার, সংগীতা রায়, সুমাইয়া সুলতানা, মৌসুমী মন্ডল, হাসনা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ভাড়ারিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিন্টুও উপস্থিত ছিলেন।

ক্যাম্পে উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে ৩০ থেকে ৬০ বছর বয়সী প্রায় ২০০ জন নারী জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে বিনামূল্যে স্ক্রিনিং সেবা গ্রহণ করেন।

চিকিৎসকদের তথ্যানুযায়ী, স্ক্রিনিং কার্যক্রমে অংশ নেওয়া ২০০ জন নারীর মধ্যে ৪ জনের ক্যান্সার পজেটিভ ধরা পড়ে। তারা জানান, জরায়ু ও স্তন ক্যান্সার একটি মারাত্মক ঘাতক ব্যাধি হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়। ক্যাম্পের মাধ্যমে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow