সীমান্তে সেনা বাহিনীর মানবিক সহায়তা পেল শতাধিক পরিবার
বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকার গতবছরে কুকিচিং সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বাড়ীর ঘর ছেড়ে যাওয়ার ৯ মাস পর সেনাবাহিনীর সহায়তায় ফিরে এসেছে তারা।
বাংলাদেশ সেনাবাহিনী ওই সব বাড়ি ঘর ছেড়ে যাওয়া অসহায়, হত দরিদ্র বম পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, ও নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছে।
কনকনে এই শীতে ওই সব বম পরবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাকলাই সেনা ক্যাম্প সোমবার সকাল ১১ টায় প্রাতা বম পাড়ার মাঠে কম্বল বিতরণ করে। বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানের ও ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পরিচালনায় মানবিক কাজ পরিচালিত হয়।
পবাকলাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন এর নেতৃত্বে সেনা বাহিনীর মানবিক সহায়তা টিম সার্বিক কাজে স্বতস্ফুর্ত অংশ নেয়।
রুমা উপজেলা বাসিন্দা বাকলাই বম পাড়ার শতাধিক নর নারী এই সহায়তা পায়। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সালমান মেহেদী অংকন সাংবাদিকদের জানান, ২০২২ সালে কুকিচিং সন্ত্রাসীদের কর্মকান্ডে কয়েকটি গ্রামের মানুষ বাড়ী ঘর ছেড়ে পালিয়ে যায়। সেনা সহায়তায় ৯ মাস পরে তারা ফিরে আসে।
বাকলাই বম পাড়া প্রধান রোয়ালরেম বম বলেন, আমরা এখন সেনাবাহিনীর নানান সহযোগিতায় সুরক্ষিত আছি।
What's Your Reaction?