সুবর্ণচরে অনুপস্থিতি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন 

রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি
Mar 7, 2024 - 16:50
 0  10
সুবর্ণচরে অনুপস্থিতি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন 

"খাস জমির অধিকার, ভূমিহীন জনতার" এই স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ভূমি বন্দোবস্ত বাতিল ও চলমান বন্দোবস্তু দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন ভুমিহীনরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া মোজার তারা মার্কেট সংলগ্ন এলাকায় "নিজেরা করি "এনজিও সংস্থার সার্বিক সহযোগিতায় মানববন্ধনে প্রায় দুই হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

জানা যায়- ২০০১ সাল থেকে বনদস্যুদের কাছ থেকে জমি কিনে কেওড়া বাগান কেটে বসবাসের উপযোগী করেন। কিন্তু তারা জমি গুলো বসবাসের উপযোগী করলেও সেই জমির মালিক কিছু প্রভাবশালী ভূমিদস্যু।

তাই তাদের অনুপস্থিত বন্দোবস্ত বাতিল করে ভূমিহীনদের ন্যায্য অধিকারের কথা বলেন।

এ সময় স্থানীয় "নিজেরা করি" এনজিও সংস্থার সুরেশ কর্মকার,বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ,একরাম চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, ভূমিহীন নেত্রী- শারমিন, জরিনা বেগম ,কুলছুমা এবং ভূমিহীন নেতা- ইউনুছ মেম্বার, বাবুল, আজাদ,আঃরহিম, ইব্রাহিম সহ উপজেলা ভুমিহীন নেতা এবং স্থানীয় ভুমিহীন নেতারা অংশ গ্রহণ করেন।

পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন ভূমিহীনরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow