সুবর্ণচরে আক্তার মিয়ার হাট বনিক সমিতির সভাপতি আজহার সেক্রেটারি নুর মাওলা

রাশেদুল ইসলাম,সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি
Feb 8, 2025 - 19:39
 0  6
সুবর্ণচরে আক্তার মিয়ার হাট বনিক সমিতির সভাপতি আজহার সেক্রেটারি নুর মাওলা

নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং  মোহাম্মদপুর ইউনিয়নের সর্ববৃহত বাজার  আক্তার মিয়ার হাট বাজার বনিক সমিতির নির্বাচন৷

 নির্বাচনে  সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মো. আজহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক  নুর মাওলা৷ 

বনিক সমিতির নির্বাচনে সভাপতি, সম্পাদক ছাড়াও মোট ১১টি পদে নির্বাচন হয়৷ এতে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ২৫ জন প্রার্থী৷ 
এদের মধ্যে  সহ-সভাপতি পদে আব্দুল খালেক, সহ-সাধারণ সম্পাদক  পদে মো. হেলাল উদ্দিন  কোষাধ্যক্ষ পদে ডাক্তার ছানা  উল্যাহ, ক্রিড়া সম্পাদক মো. জহির উদ্দিন  এবং সদস্য পদে বিজয়ী হয়েছেন মো.দেলোয়ার হোসেন, মাসুদ ট্রেইলার্স, গোলাম মাওলা সোহেল, মো. আব্দুল মজিদ ৷ তবে ধর্ম বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মাও. মাঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন৷ 

 নির্বাচন কমিশনের আহবায়ক  ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিয়া এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলার শহীদ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম৷ 
তাছাড়া নির্বাচন কে সুশৃঙ্খল করতে এতে সহযোগিতা করেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল সহ অন্যন্য নেতৃবৃন্দরা।

এ প্রথম গণতান্ত্রিক ভাবে ভোট প্রয়োগের সুযোগ পেয়েছেন ভোটাররা৷ ২৯৬ জন ভোটারের  মধ্যে ২৯৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ২বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করেছেন৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow