সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের  মানববন্ধন 

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি
Mar 26, 2025 - 20:53
 0  5
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের  মানববন্ধন 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য বাজেট হওয়া ঈদুল ফিতরের বিশেষ অনুদান ১০ কেজি (স্লিপ)  না দেওয়ায় স্থানীয় প্রকল্পের বাসিন্দারা মানববন্ধন করছে।

বুধবার(২৬ মার্চ) দুপুরে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরলক্ষী  আশ্রয়ণ প্রকল্পে এই মানববন্ধন  অনুষ্ঠিত  হয়।

এতে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন- আমরা বিগত বছর গুলোতে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের পরিবারের জন্য ২ করে স্লিপ পেয়েছি।কিন্তু এবছর আমাদের জন্য সরকার বাজেট দিলে ও কেউই আমাদের জন্য স্লিপ দেই নি।

 আরেক মহিলা অভিযোগ করে বলেন- আমার স্বামী মারা গেছে দুই বছর আমার আয় রোজগারের তেমন কেউই নেই কিন্তু  আমি ও কার্ড পাইনি। 

আরেক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান- আমরা শুনতেছি নাকি আমাদের নামের স্লিপ গুলোর চাল তারা অন্যত্র বিক্রি করে দিছে।নয়তো তারা আমাদের স্লিপ দেয় নাই কেন?

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন নুর নবী জানান- আমার জন্য ইউনিয়ন বিএনপি ৩৫ টি কার্ড দিয়েছে।কিন্তু আশ্রয়ণ প্রকল্পের জন্য আলাদা বাজেট থাকায় আমি আর দিই নাই। এখন শুনতেছি তাদের কে  নাকি কেউই কোনো স্লিপ দেয় নাই।

যদিও ইউনিয়ন পরিষদ  থেকে আশ্রয়ণ প্রকল্পে ২০০ টি স্লিপ বিতরণের একটি তালিকা আমাদের হাতে এসেছে। কিন্তু সরেজমিনে তারা দেখা যায় কেউই স্লিপ পাই নাই।

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া জানান- আমরা আবাসনের জন্য স্থানীয় মেম্বারের মাধ্যমে কার্ড পাঠিয়েছি। এই বিষয়ে আমার আর তথ্য জানা নেই।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেল জানান- আমি সব স্লিপ প্যানেল চেয়ারম্যান কে দিয়েছি, তিনি কোথায় দিয়েছে সেটা তিনিই জানেন।

এই বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী জানান- আমি বিষয় টা শুনেছি সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow