সুবর্ণচরে কৃষক দলের কৃষক সমাবেশ
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের‘ কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ জানুয়ারী) বিকালে সুবর্ণচরের ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের, চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে চর আমান উল্যাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর মাওলার সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়াখালী জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহী পলাশ, সাধারণ সম্পাদক জি এস আব্দুজ্জাহের হারুন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় সমাবেশ কে ঘিরে চর আমান উল্যাহ ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দের মিছিলে সমাবেশ মুখরিত হয়ে উঠে।
দীর্ঘ ১৭ বছর পর এমন কৃষক সমাবেশ হওয়ায় উপস্থিত সকলের মাঝে উচ্ছাস দেখা যায়।
What's Your Reaction?