সুবর্ণচরে চর আলাউদ্দিন স:প্রা: বিদ্যালয়ের দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চর আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ ও সহকারী শিক্ষক কামাল পাশার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী ( শনিবার) সকালে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চর আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও বিদ্যালয়ের সভাপতি মহিব উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মেট্রোপলিটনের পরিদর্শক আবু আফর মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারি অধ্যাপক মিজান বিন মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আবু জাহের, স্বাধীনতা শিক্ষক পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার আহবায়ক মো. আলাউদ্দিন এমএসসি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আলী আক্কাস, মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমির হোসেন, একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য শামসুল আলম ব্যাহর, চরবাটা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাও, আজহার উদ্দিন,সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উক্ত সংবর্ধনাটি আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের সমন্বয়কের ভুমিকা পালন করেন দেলোয়ার হোসেন জুয়েল। অনুষ্ঠান শেষে ফুলের মালা সহ বিভিন্ন ক্রেস্ট প্রধান করে দুই শিক্ষক কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
What's Your Reaction?