সুবর্ণচরে বসত ঘর থেকে সিঁধ কেটে ৬ লক্ষ টাকা নিয়ে গেল দুর্বৃত্ত চোর চক্র

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 14, 2025 - 19:38
 0  3
সুবর্ণচরে বসত ঘর থেকে সিঁধ কেটে ৬ লক্ষ টাকা নিয়ে গেল দুর্বৃত্ত চোর চক্র

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে বসত ঘর থেকে ৬ লক্ষ টাকা চুরি করেছে একটি দুর্বৃত্ত চোর চক্র।

১৩ এপ্রিল (রবিবার) রাতে উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের হানিফের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, তিনি সোনাগাজী ও ইসলাম চরের অন্যান্য কৃষকদের সঙ্গে শেয়ারে তরমুজ চাষ করেছিলেন এবং তরমুজ বিক্রি থেকে ৬ লক্ষ টাকা ভাগ পেয়েছেন। গত রাতে চর জুবিলী ইউনিয়নের মদিনা মার্কেটে কৃষকরা তাদের আয় ভাগ করে নেয় এবং জাহাঙ্গীরও ৬ লক্ষ টাকা পান। রাত সাড়ে ৯টায় টাকা নিয়ে বাড়ি ফিরে, তিনি একটি ছুটকিতে টাকা রেখে তা বস্তা দিয়ে ঢেকে দেন।

জাহাঙ্গীর আরও জানান, রাত প্রায় ৩টার দিকে তার ঘুম ভেঙে দেখেন, দরজা খোলা। মুহূর্তে ঘরের সবাই উঠে হতভম্ব হয়ে যায়। তিনি দেখেন, যেখানে টাকা রেখেছিলেন, সেখানে টাকা আর নেই। তখন সবাই ঘরের চারপাশে খোঁজ নিতে গিয়ে সিঁধ কাটা অংশ দেখতে পান, যা বসত ঘরের উত্তর পাশের টয়লেট সংলগ্ন অংশে ছিল।

সকালে গরু নিয়ে পাশের জমিতে গেলে বন্য গাছের মধ্যে ছুটকিটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। সেখানে টাকা, ছুটকিস ও কিছু কাগজপত্র পড়ে ছিল। চোর চক্রটি চলে যাওয়ার সময় তা নিয়ে যায়।

এ ঘটনায় চোর চক্র মহিলাদের নগদ টাকা ও এক ভরির মতো স্বর্ণও নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগী।

এই চুরির ঘটনায় জাহাঙ্গীর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নার আওয়াজে পুরো পরিবার ভারাক্রান্ত।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ জানান, তারা গণমাধ্যম থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠাবে এবং তদন্ত করবে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি বিস্তারিত তদন্ত করে জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow