সুবর্ণচরে ব্যতিক্রম ভাবে ভিজিএফের চাউল বিতরণ, প্রশংসিত চেয়ারম্যান 

রাশেদুল ইসলাম,সুবর্ণচর,(নোয়াখালী) প্রতিনিধি
Jun 14, 2024 - 17:40
 0  8
সুবর্ণচরে ব্যতিক্রম ভাবে ভিজিএফের চাউল বিতরণ, প্রশংসিত চেয়ারম্যান 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে গরীব অসহায় দুস্থদের ভিজিএফের ১০ কেজি চাউল স্লিপের মাধ্যমে বিতরণ করার কথা থাকলে ও,গরীব অসহায় দুস্থদের  নিকট পৌঁছানোর লক্ষ্য  নতুন একটি পদ্ধতি মাধ্যমে সুশৃঙ্খলভাবে  বিতরণের উদ্যোগ গ্রহণ করছে সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল  বাসার। 

এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান বলেন- স্লিপ বিতরণ করলে একেক জনে দুই তিন টা করে নিয়ে যায়। কেউ কেউ আরো বেশি নেয়, এতে সত্যি কার গরীবরা বঞ্চিত হয়। তাই আমি আমার পরিষদের সবাইকে নিয়ে নতুন একটি পদ্ধতিতে চাউল বিতরণের উদ্যোগ নিই। যেমন যে আইডি কার্ড নিয়ে আসবে তাকে চাউল দিয়ে দিবে। তাছাড়া ১০ কেজির কম দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৬৫ টন ৮০ কেজি চাউল প্রায় ৬৫৮০জন গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা যাবে। পরবর্তীতে যদি এই চাউল থেকে কেউ বঞ্চিত হয় তা আমি আমার ফান্ড থেকে ব্যবস্থা করবো।

এসময় স্থানীয় বাসিন্দা ও সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সদস্য ইমাম উদ্দিন বাবর বলেন- আমি এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান কে ধন্যবাদ জানাই নতুন পদ্ধতি গ্রহণ করার জন্য। কারণ প্রতিবছর কেউ স্লিপ পায় কেউ পায় নানান কথা শুনি। এবার চেয়ারম্যান  যে উদ্যোগ গ্রহণ করছে আইডি কার্ড নিয়ে যে আসবে সে ১০ কেজি চাউল  পাবে।
তাছাড়া চাউল পেয়ে স্থানীয় জামাল উদ্দিন বলেন- প্রতিবছর মেম্বারদের পিছনে ঘুরতে হয় এই বছর পরিষদে আইডি কার্ড নিয়ে আসছি আর চাউল দিয়ে দিয়েছে। 
তাছাড়া খুকি বেগম নামে আরেক মহিলা বলেন- গত বছর দুই টা স্লিপ পেয়েছি,অনেকের কাছে গিয়ে, এবছর তো সে সুযোগ নাই। 
তাছাড়া আরেক অসহায় মহিলা বলেন- গত ঈদে স্লিপ নিয়ে এসেও পাইনি, বলেছে শেষ হয়ে গেছে, এবছর পেয়েছি। চেয়ারম্যান কে ধন্যবাদ জানাই। 

তাছাড়া এডভোকেট আবুল  বাসার চেয়ারম্যান এর এমন উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) ব্যাপক সাড়া ফেলে। সকলে স্বাগতম জানান। 
এসময় ইউনিয়ন পরিষদের সচিব ফয়েজ আহমেদ বলেন- চেয়ারম্যানের পদ্ধতি টি খুবই ভালো একটা উদ্যোগ। কারণ এখন কেউ বাদ পড়বে না।কেউ দুইটা তিন টা ও নিতে পারবে না সর্বোচ্চ ১ টা। 
আমি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  মেম্বার সবাই উপস্থিত হয়ে বিতরণ কার্যক্রম শুরু করি।
এই ব্যাপারে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন- এটি একটি নতুন পদ্ধতি, যদিও এই পদ্ধতিতে দেওয়া  হয় না। তবু ওনারা সকলের সুবিধার্থে বিতরণের নতুন পদ্ধতি গ্রহণ কে স্বাগতম জানাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow