“সুরক্ষিত জন্ম, আলোকিত ভবিষ্যৎ”—কাপ্তাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অঙ্গীকার

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Apr 8, 2025 - 14:01
 0  9
“সুরক্ষিত জন্ম, আলোকিত ভবিষ্যৎ”—কাপ্তাইয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অঙ্গীকার

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাইয়েও পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সোমবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার যৌথ উদ্যোগে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের মতো কাপ্তাইয়েও দিবসটি সুন্দরভাবে পালিত হচ্ছে। উপজেলা সদরের পাশাপাশি দুর্গম এলাকাগুলোতেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা বলেন, “স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে স্বাস্থ্যকর্মীদের আরও সচেষ্ট হতে হবে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ দিবসটি বড় ভূমিকা রাখতে পারে।”

আয়োজিত র‍্যালিতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow