সুশাসন ও অগ্রগতির জন্য নিরপেক্ষ সাংবাদিকতা প্রয়োজন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Mar 22, 2025 - 21:58
 0  4
সুশাসন ও অগ্রগতির জন্য নিরপেক্ষ সাংবাদিকতা প্রয়োজন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে "সুশাসন প্রতিষ্ঠা ও সমাজের সঠিক অগ্রগতির জন্য নিরপেক্ষ সাংবাদিকতার প্রয়োজনীয়তা" শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস. এম. কামরুল হাসান শান্ত। প্রধান অতিথি ছিলেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এ. কে. আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির। আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক কেফায়েতুল ভূঁইয়া, শাহনেওয়াজ শাহ ও মহিউদ্দিন রুবেল।

সভায় বক্তব্য দেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ ভূঁইয়া, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলী, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি এবিএম মোরশেদ কামাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মুন্সি, বিএনপি নেতা আব্দুস সাত্তার, হেফাজতে ইসলামের উপজেলা সহ-সভাপতি মাওলানা কাওছার আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা কবির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল হক নিয়াজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এছাড়া, উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, হেফাজতে ইসলামের নেতা নুরুল ইসলাম সর্দার, জামাতে ইসলামের চান্দুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মনির বিন মোবারক, ট্রাভেলিং টিম অব বিজয়নগরের পরিচালক রেজুয়ান আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. এ. কে. আজাদকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow