সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রচার বাড়াতে হবে
সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই এ লক্ষ্যকে সামনে রেখে আজ সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রপের সদস্যদের মাধ্যমে এক ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয়।
জেলার শত বছরের পুরাতন প্রাচীনতম প্রতিষ্ঠান জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের মাঝে ফরিদপুরের ইয়েস সদস্যরা তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব তুলে ধরে ও টিআইবি থেকে আইনটির উপর প্রকাশিত লিফলেট বিতরণ করে। এসময়কালে কিভাবে তথ্য অধিকার ফরম পুরণ করতে হয় তা হাসপাতালে সেবা নিতে আসা আগ্রহী জনগণকে হাতে কলমে শেখানো হয়। সেবাগ্রহিতাদের অনেকেই আইনটি কার্যকর বাস্তবায়নের পরামর্শ প্রদান করে বলেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে আইনটির প্রচারণা বাড়ালেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি হ্রাস পাবে। সেবাগ্রহিতারা সনাক-
টিআইবি’র এমন উদ্যোগকে স্বাগত জানান। সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
এ ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে প্রায় ২০০ শতাধিক মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করা হয়। যেখানে ইয়েস ও সনাক সদস্যগণ তাৎক্ষণিক কিছু অনিয়ন (টিকেটের দাম, ঔষুধ সরবরাহ, দালাল ইত্যাদি) বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমানকে অবগত করলে তিনি ব্যবস্থা গ্রহণ করেন।
What's Your Reaction?