সেচ পাম্প বন্ধ করা নিয়ে সংঘর্ষ, একজনকে কুপিয়ে জখম

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া সড়কের পাশে বোরো ব্লকের একটি সেচ পাম্প বন্ধ করা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখ করতে হবে) বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় পাঠান।
গুরুতর আহত মামুন খানের (৩৮) বাবা সেকেন্দার আলী খান শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকাল গ্রামের সেকেন্দার খানের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মামুন খানের বাড়ির পাশে ব্লকের একটি সেচ পাম্প রয়েছে। শনিবার বিকেলে ব্লকের ম্যানেজার কবির ফকির সেচ পাম্পটি বন্ধ হয়ে গেলে মামুন খানকে পুনরায় চালু করতে বলেন।
এ সময় একই এলাকার শাহেবালী ফকিরের ছেলে মোস্তফা ফকির (৫০) এতে বাধা দেন। এ নিয়ে দু'জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা ফকির তার হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে মামুন খানের হাতে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
আহত মামুন খানের বাবা সেকেন্দার আলী খান আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা ফকিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ছেলে মহিন ফকির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। মামুন সুস্থ হয়ে এলাকায় ফিরলে স্থানীয়রা বসে বিষয়টি মীমাংসা করবেন।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ঘটনাস্থলে তদন্তের জন্য একজন এসআইকে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
What's Your Reaction?






