সেনবাগে বসতবাড়ির বিরোধে পুত্রবধূকে মারধর

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 23, 2025 - 19:34
 0  6
সেনবাগে বসতবাড়ির বিরোধে পুত্রবধূকে মারধর

নোয়াখালীর সেনবাগে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এক পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর শাশুড়ি।

ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। অভিযোগকারী হাজেরা খাতুন (৬০) জানান, তার দেবরের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মো. রিয়াজ উদ্দিন (২৭) ও তার মা রোকসানা আক্তার (৫৫) দীর্ঘদিন ধরে বসতভিটার দখল নিয়ে বিরোধে লিপ্ত। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তারা কর্ণপাত করেননি। বরং সম্প্রতি উচ্ছেদের হুমকি দেন।

গত শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে অভিযুক্তরা হাজেরা খাতুনের বসতঘরের সামনে এসে তার পুত্রবধূ সাজেদা আক্তার ও নার্গিস আক্তারকে গালিগালাজ করেন। প্রতিবাদ করায় সাজেদাকে মারধর করেন তারা। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাজেরা খাতুন বলেন, “বিবাদীরা প্রভাবশালী ও হুমকিদাতা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ থানার এএসআই শাহাদাত হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow