সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম
রাজশাহীর বাগমারায় এক সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ইয়াছিন আলী (৪৩) নামের ওই সেনা কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইয়াছিন আলী উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সদ্য অবসরে যাওয়া সার্জেন্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনশতক জমি নিয়ে সেনাকর্মকর্তা ইয়াছিন আলীর সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের কাদের আলীর বিরোধ চলে আসছিল। ইয়াছিন আলী ওই জমিতে চাষাবাদের জন্য গেলে প্রতিপক্ষ কাদের আলী ও তাঁর ছেলে শামীম হোসেন বাধা দেন। এক পর্যায়ে প্রতিপক্ষরা হাসুয়া নিয়ে সেনা কর্মকর্তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে রাস্তায় ধরে কোপাতে থাকেন। এতে হাত ও মাথায় আঘাত পান। তিনি পালিয়ে বাড়িতে গেলে সেখানেও হামলা চালানো হয়। পরে স্থানীয় হাটগাঙ্গোপাড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। আহত সেনাকর্মকর্তা জানান, প্রতিপক্ষরা তাঁর জমি দখল করার চেষ্টা করছে। তাঁরা গত ২০০১ সালে ছোট ভাই সাইফুল ইসলামকেও হত্যা করে।
এই বিষয়ে সোমবার সন্ধ্যায় থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?