“সৈরাচার শেখ হাসিনা আমার বাবাকে মিথ্যা মামলায় হয়রানি করেছিল” – শামা ওবায়েদ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার বিকাল ৩টায় ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মরহুমের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মরহুমের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “সৈরাচার শেখ হাসিনা আমার বাবাকে মিথ্যা জেল হত্যা মামলায় হয়রানি করেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ঈশা, সিনিয়র আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিটু, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টায় মরহুম কে এম ওবায়দুর রহমানের নিজ গ্রাম লস্করদিয়ায় তাঁর কবর জিয়ারত করা হয়। সর্বস্তরের জনগণ এসময় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কে এম ওবায়দুর রহমান মুক্তিযুদ্ধের সময় সংগঠকের ভূমিকা পালন করেন এবং পরবর্তী সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রতি বছর নানা কর্মসূচির আয়োজন করে থাকেন।
What's Your Reaction?






