সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তাদের আমরণ অনশন কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

মাহবুবুল আলম,স্টাফ রিপোর্টার
Jan 3, 2025 - 21:57
 0  13
সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তাদের আমরণ অনশন কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি) কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তারা শুক্রবার (৩রা জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে তারা সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি কর্তৃক নিয়োগে  অনিয়মের অভিযোগ করেন। 

তারা বলেন "সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ জানুয়ারিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ও জেনারেল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা 'প্রথম আলো ১৮ জানুয়ারী ২০২৪ এ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। সে সাথে বাংলাদেশের প্রথম সারির অধিকাংশ পত্রিকা তাদের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন। অথচ ৩১ অক্টোবর যখন আমাদের ছাঁটাই করা হয় তখন 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড” কে এসআইবিএল কর্তৃপক্ষ বলেন যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তারা সবাই সার্কুলার ছাড়া নিয়োগপ্রাপ্ত।"

তারা আরো বলেন," এরকম মিথ্যার আশ্রয় নিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করেছে যাতে মানুষের আমাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। একটি ইসলামী ধারার ব্যাংক এরকম মিথ্যার আশ্রয় নিতে পারে যা আমাদের কল্পনার বাইরে।"

আন্দোলনকারীরা সোশ্যাল ইসলামী ব্যাংকেও বড় ধরণের আর্থিক অসঙ্গতির কথা তুলে ধরেন। তারা এই আর্থিক অসঙ্গতির সাথে ব্যাংকের সমস্ত বড় বড় অফিসার যুক্ত বলে অভিযোগ করেন।

তারা দাবী করে বলেন, "দীর্ঘ ২৫ বছর পড়াশুনা করে চাকুরিতে প্রবেশ করার পরে বিনা নোটিশে এরকম চাকুরিচ্যুত হলে আপনারা কী করতেন? আমাদের পরিবার আছে আমাদের অনেকের চাকুরীর বয়স শেষপ্রান্তে, আমরা এ রাষ্ট্রের সন্তান, আমরা বেকার হয়ে যাওয়া মানে রাষ্ট্রের একদল তরুণ বেকার হয়ে যাওয়া, আমরা রাষ্ট্র ও ম্যানেজমেন্টের কাছে আমাদের চাকুরি ফিরিয়ে পাওয়ার দাবি করছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow