স্ত্রীকে ইয়াবা মামলায় ফাঁসাতে গিয়ে বন্ধু শ্রীঘরে
রাজবাড়ীতে বন্ধুর কথায় তার স্ত্রীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে মোঃ ইমরান শেখ (২৭) নামে এক যুবক শ্রীঘরে। সে রাজবাড়ী সদর থানার দক্ষিন বিনোদপুর গ্রামের মোঃ আবু বক্কার সিদ্দিকের ছেলে।
রবিবার বিকালে অভিযান করে রাজবাড়ী বাণিজ্য মেলাতে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান বলেন, রাজবাড়ী শহরের বিনোদপুর (৩নং ওয়ার্ড) এলাকার রোকন শেখের ছেলে রকি শেখ (৩২) এর স্ত্রীর সাথে বনিবনা হয় না। স্ত্রী মোছাঃ রিতু আক্তার তার স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি ঋতু আক্তার সৌদি আরব যাবেন বলে পাসপোর্ট করেছেন, ভিসা প্রসেসিং এ আছে। বিদেশ যাবে জানতে পেরে স্ত্রী ঋতু আক্তারকে ইয়াবা মামলায় ফাঁসাতে পরিকল্পনা করে রকি তার বন্ধু ইমরানের সাথে। রকি কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য স্ত্রী ঋতু আক্তারকে রাজবাড়ী বাণিজ্য মেলায় ডেকে আনে। একটি থ্রি পিস কিনে দেয়। ওই থ্রি পিসের ভিতরে কৌশলে গুজে দেয় ইয়াবা। রকির বন্ধু ইমরান সোর্সের কাজ করে। ইমরান ফোন করে ইয়াবার তথ্য দেয় ডিবি অফিসারকে। জেলা গোয়েন্দা শাখার এসআই সঞ্জীবের নেতৃত্বে একটি টিম সোর্স ইমরানের দেওয়া তথ্যমতে রবিবার বিকালে অভিযান করে রাজবাড়ী বাণিজ্য মেলাতে। ঋতু আক্তারকে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে তার ভ্যানিটি ব্যাগটি খুলে দেখায়। রকির গিফট দেওয়া থ্রি পিসের মধ্যে ৫২ পিস ইয়াবা পায়। আকাশ ভেঙে পড়ে রিতু আক্তারের মাথার উপরে। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে নতুন সব তথ্য। মাদকাসক্ত রকির সাথে তার সংসার ভালো যায়নি, ক্রমাগত অত্যাচারের শিকার হয়ে স্বামীকে তালাক দিয়ে দেন। সম্প্রতি সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করলে, ঋতু আক্তার যাতে বিদেশ যেতে না পারে, সেই পথ খুঁজতে থাকে রকি। বিষয়টি সন্দেহ হলে, ইয়াবা তো পাচ্ছি না বলে ডিবি অফিসার ফোন করে রকিকে। ফোনের অপর প্রান্ত থেকে রকি জানায় থ্রি পিসের মধ্যে ভালো করে খোঁজেন। তখন বুঝতে আর বাকি থাকে না যে ইয়াবা কে দিয়েছে। এই ঘটনায় রকির বন্ধু পুলিশের সোর্স ইমরানকে আটক করা হয়েছে। আটকৃত ইমরান ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঋতুর তালাকপ্রাপ্ত স্বামী রকিকে ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?