স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন "পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা পৌনে একটার দিকে এলজিইডিতে
এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি মিসেস ঝর্না হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মোল্লা, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান খান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা উপজেলায় ২৭০ জন নারী কর্মীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়।