স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে ‘কথা ও কবিতায় বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠিত

নববর্ষ ১৪৩২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘কথা ও কবিতায় বর্ষবরণ’। স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি জালাল উদ্দিন ভূঁইয়া তিতাস বিপ্লব এবং সঞ্চালনা করেন কবি ও বাংলা একাডেমির কর্মকর্তা তারেক সজিব। শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীমতী শুক্লা রাণী দেব।
আলোচনায় অংশ নেন ও শুভেচ্ছা বক্তব্য দেন—স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী, প্রভাষক কান্তি কুমার ভট্টাচার্য, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু (দৈনিক কালের কণ্ঠ), কমরেড মো. ইসহাক (সিপিবি নবীনগর), সাংগঠনিক সম্পাদক মো. মোছা, কবি সাজ্জাদ হোসেন জামাল (তিতাস সাহিত্য পরিষদ), প্রভাষক অঞ্জন কুমার নাগ, সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল (সাপ্তাহিক নবীনগর), প্রভাষক আশীষ কুমার গুহ, প্রভাষক দেলোয়ার হোসেন, বইমজুর স্বপন মিয়া (গুঞ্জন পাঠাগার), অনলাইন অ্যাক্টিভিস্ট আবুল বাশার মুন্সী, উপদেষ্টা আবু কাউছার সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আইনুল আজিম, শিক্ষা সম্পাদক মিল্কি রেজা, কবি ও সাংবাদিক শ্যামল বর্মন শিমুল, জেলা সাংগঠনিক সম্পাদক বি.এস. সাইফুর রহমান, মহিলা সম্পাদক মাহমুদা বেগম, সম্পাদক মাহবুব মোর্শেদ (বিবি নিউজ) ও শুভেন্দু চক্রবর্তী শুভ (নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র)।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্য দিয়ে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি ছিল কবিতা, আবৃত্তি ও বাংলা সংস্কৃতির অনুরণনে ভরপুর।
What's Your Reaction?






