স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার উপর হামলার প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ 

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Sep 17, 2024 - 20:36
 0  9
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার উপর হামলার প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদেে গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) বিকালে বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ সমাবেশটি বালিয়াকান্দি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাসষ্ট্যান্ড শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।
  
পথ সভায় বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মীর মনিরুজ্জামান বাবর , উপজেলা কৃষকদলের আহবায়ক মহসীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক এস এম বাবু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। হামলাকারী যেই হোক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow