সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 14, 2025 - 15:16
 0  5
সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু 

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ 


 জানা গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তিনি। পাশ দিয়ে ট্রাক যাচ্ছিল। রাস্তার ওপর বালুতে স্লিপ করে তিনি পড়ে যান গাড়িসহ। প্রথমে তার মাথা পড়ে। এভাবে বেশ কিছুদূর গড়িয়ে পড়েন। সড়কের ওপরে থাকা রোড নির্দেশক লাইটে তার মাথা ও হাত ক্ষতিগ্রস্ত হয়। 

সেখান থেকে উদ্ধার করে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিন ডিপ কোমায় চলে যান। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow