হজ্জযাত্রীদের সেবা দিচ্ছেন কুবির রোভার কানন

কুবি প্রতিনিধিঃ
Apr 27, 2025 - 23:40
 0  4
হজ্জযাত্রীদের সেবা দিচ্ছেন কুবির রোভার কানন

মানবতার সেবায় এগিয়ে এসে চলতি বছরের হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের সদস্য ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।

জানা গেছে, ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ঢাকার আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্পে হজ্জযাত্রীদের সেবা দেবেন তিনি। এটি তার চতুর্থবারের মতো হজ্জ ক্যাম্পে সেবা প্রদানের সুযোগ।

হজ্জ ক্যাম্পে সেবা দেওয়ার অনুভূতি জানিয়ে কানন বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে ২০২৫ সালের হজ্জ ক্যাম্পে রোভার স্কাউট সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। হজ্জ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম। এই পবিত্র যাত্রায় হাজীদের পাশে থেকে সেবা করার সুযোগ পাওয়া শুধু দায়িত্ব নয়, বরং ইবাদতেরই অংশ। সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার করছি।’

উল্লেখ্য, চলতি বছরে কুমিল্লা জেলা রোভার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ জন রোভার ও ১ জন গার্ল-ইন রোভারসহ মোট ৫ জন সদস্য হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow