হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে ও গত শনিবার রাতে জেলার নবীনগর, বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ হাসান উদ্দিন (৫৩), বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগের কর্মী মোঃ শাহিন ইকবাল (৪৫), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগের কর্মী খলিল মিয়া-(৫৮), নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আল কাউছার-(৪২), আখাউড়া পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আবুল হাশেম-(৪৩) ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শিবলী-(৪৮)।
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ হাসান উদ্দিনকে শনিবার রাতে নবীনগর উপজেলার জিনোদপুর এলাকা থেকে, মোঃ শাহীন ইকবালকে শনিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী এলাকা থেকে, খলিল মিয়াকে একই উপজেলার মধ্যপাড়া থেকে, মোঃ আল কাউছারকে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এলাকা থেকে, আবুল হাশেম ও শিবলীকে আখাউড়া পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
What's Your Reaction?