হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও রাসুলুল্লাহ(সা:)এর নামে গালি ও জঘন্য কটুক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় তীব্র নিন্দা ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সাধারণ ছাত্র ও জনতা এবং আলেম ওলামা। ১লা অক্টোবর ২০২৪ইং মঙ্গলবার সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়ে ফুলবাড়ীয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ীয়া ২৪ শে চত্বরে সমাবেশ করা হয়।এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলেম উলামা ও ছাত্র সমাজ। বিক্ষোভ মিছিল এবং সমাবেশ নেতৃত্বে দেন উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ ছাত্র ও জনতা,উক্ত বিক্ষোভ মিছিলে স্কুল,কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও সাধারণ মুসুল্লীরা এতে অংশ নেন।
What's Your Reaction?