হযরত মুহাম্মদ সাঃ ও মা আয়েশা রাঃ কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ ও মা আয়েশা রাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭'সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর কুমারখালী উলামা পরিষদ ও তৌহিদ জনতার আয়োজনে পৌরসভার হলবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উলামা পরিষদ কুমারখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হেফাজতে ইসলাম কুমারখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু রায়হান মাহমুদি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ, মুফতি সাইফুল্লা খালিদ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ খালিদ সাইফুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?