হাতিয়ার সাবেক সংসদ সদস্য ওয়ালী উল্যাহ আর নেই
হাতিয়ার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালীউল্লাহ আর নেই তিনি গতরাতে ঢাকার একটি হাসপাতালে সোয়া ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যু কালে বয়স ছিল ৮০ বছর। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশ গ্রহণের মধ্য দিয়ে হাতিয়ায় মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯১ সালে নোয়াখালী-৬(হাতিয়া)আসনের সংসদ সদস্য ছিলেন এর পরবর্তী সময়ে ২০০৯ সালে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি দীর্ঘদিন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ বিকাল ৪ টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী। তিনি এক শোক বার্তায় বলেন- ওয়ালী উল্যাহ সাহেব হাতিয়ার রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় নাম। ওনার মৃত্যুতে আমাদের হাতিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
এছাড়া সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করছে।
What's Your Reaction?