হাতিয়ায় নানা আয়োজনে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন
নানা আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
২ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে উপজেলার “দ্বীপ সরকারি কলেজ মাঠে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ” উদ্বোধন করেন -বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী। এই সময় তিনি বলেন- আমাদের হাতিয়া নিয়ে বহু পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে হাতিয়া দ্বীপ বিশ্বের দরবারে তুলে ধরতে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা বিশেষ উদ্যোগ গ্রহন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মাদক মুক্ত হয়ে খেলাধুলার মাধ্যমে স্মাট ছাত্রলীগের পরিণত হবে।
এ সময় হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, হাতিয়া থানার ওসি জিসান, পৌরসভা মেয়র কে এম ওবায়দুল্লাহ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন,
এ সময় আরো উপস্থিত ছিলেন - জন প্রতিনিধি,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ অন্যন্য নেতৃবৃন্দরা
উক্ত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এ ১৮ টি দল অংশ করে। উদ্বোধনী ম্যাচে হাতিয়া পৌরসভা ক্রিকেট একাদশ বনাম ইয়াছিন আরাফাত ক্রিকেট একাদশের খেলা হয়।
খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে- ইয়াছিন আরাফাত ক্রিকেট একাদশ কে হারিয়ে পৌরসভা ক্রিকেট একাদশ জয় লাভ করে।
What's Your Reaction?