হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

নোয়াখালী জেলা প্রতিনিধি
Mar 1, 2024 - 01:12
 0  6
হাতিয়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “হাতিয়া উপজেলা ছাত্রলীগ ও দ্বীপ সরকারি কলেজ এবং  পৌরসভা ছাত্রলীগের আয়োজন করে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।

উক্ত ফাইনাল খেলায় তমরুদ্দি রাইডার্স বনাম পৌরসভা একাদশের খেলা হয়। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইনিংসের শেষ বলে  এক উইকেটে  জয় লাভ করে তমরুদ্দি রাইডার্স একাদশ। 

বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারী) দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল খেলার কার্যক্রম ।এ সময় বিভিন্ন নৃত্য পরিবেশন করেন- হাতিয়া শিল্পকলা একাডেমি। নৃত্য এবং গান গুলো সরাসরি উপভোগ করেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা ও  হাতিয়া-৬ আসনের  বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং সাবেক সংসদ আয়েশা ফেরদৌস। 


 খেলা শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব  মোহাম্মদ সাজেদ উদ্দিনের সঞ্চালনায় ও হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, উপজেলা ভাইস- চেয়ারম্যান  কেফায়েত উল্যাহ,

এ সময়  জেলা পরিষদের সদস্য ও  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জিসান আহম্মেদ,  উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মিরাজ, সহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা জয়ী খেলোয়াড় এবং খেলা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দের হাতে পুরস্কার সহ ক্রেস তুলে দেন।
উক্ত খেলায় দুরদুরান্ত থেকে হাজার হাজার দর্শকের সামাগম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow