হাতিয়ায় সাবেক সংসদ সদস্য ওয়ালী উল্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
May 18, 2024 - 20:01
 0  6
হাতিয়ায় সাবেক সংসদ সদস্য ওয়ালী উল্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক  ওয়ালী উল্যাহ  ইন্তেকাল করেন  লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।প্রায় ৮০ বছর বয়সে গত রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায়  হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিততে রাষ্ট্রীয় মর্যাদায়  জানাজা সম্পূর্ণ হয়।

অধ্যাপক ওয়ালী উল্যাহ   ১৯৭১ সালে বাংলাদেশের মহান  মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশ গ্রহণের  মধ্য দিয়ে হাতিয়ায় মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।স্বাধীনতা যুদ্ধের পর  ১৯৯১ সালে নোয়াখালী-৬(হাতিয়া)আসনের সংসদ  সদস্য ছিলেন এর পরবর্তী সময়ে ২০০৯ সালে হাতিয়া  উপজেলা পরিষদের  চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।তাছাড়া তিনি দীর্ঘদিন  হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী।
তিনি আজ বিকালে দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বলেন- ওয়ালী উল্যাহ সাহেব হাতিয়ার রাজনীতির ইতিহাসে  অবিস্মরণীয় নাম। ওনার মৃত্যুতে আমাদের হাতিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। 
এছাড়া সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস গভীর শোক প্রকাশ করেন
তার জানাজায়  হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান সহ  আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow