"হাতিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’-এর নতুন কমিটি গঠন"

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 12, 2025 - 13:30
 0  3
"হাতিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’-এর নতুন কমিটি গঠন"

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (১১ মার্চ) সংগঠনটির সাবেক সভাপতি সোহেল রানার স্বাক্ষরিত ফাইলে মো. আতিকুর রহমানকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা নিশু। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাকছুদুর রহমান জনি, বাকের হোসেন এবং মিশকাত মামুন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হুমায়ুন উদ্দিন, রাকিব উদ্দিন ও আব্দুল আলিম। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এ আর আহাদ, অর্থ সম্পাদক হয়েছেন আরমান আলী, আর প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিন উদ্দিন।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলিয়াস উদ্দিন বাবলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মাকছুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজিৎ দাস এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে রয়েছেন অমিত হাসান সোহাগ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আজগর হোসেন স্বপন ও সুমন তালুকদার।

২০১০ সালের ২১ জানুয়ারি "আলোর মশাল" নামে পথচলা শুরু করা সংগঠনটি মাদকবিরোধী প্রচারণা, বৃক্ষরোপণ, মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি ইতোমধ্যে হাতিয়া উপজেলার এস সি এস উচ্চ বিদ্যালয়, সাগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, এ বারি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে। সম্প্রতি নিঝুম ব্লাড ফাউন্ডেশন থেকে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি সম্মাননা স্মারক পেয়েছে।

সংগঠনের নতুন কমিটির সদস্যরা জানিয়েছেন, আগের চেয়ে আরও বেশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow