হাতীবান্ধায় ৬০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেন্সিডিল ও ১টি অটো চার্জারসহ ১জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার(২৫শে মে) লালমনিরহাট পুলিশ সুপারের দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত, এসআই আনোয়ারুল ইসলাম, এএসআই মোর্শেদুল হক সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সিঙ্গিমারী ও গুড্ডিমারী এলাকায় অটো চার্জারের গোপন বাক্সের ভিতর থেকে ৩৩৮ বোতল ফেনসিডিল এবং মাটিতে পুতে রাখা ২৬৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাহজাহান আলীকে গ্রেফতার করে। শাহজাহান ওই এলাকার আজিজার রহমানের পুত্র। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ রেজাউল করিম পিতা মোহাম্মদ আমিনুর পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদয়ের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গিমারী মৌজাস্থ জনৈক আব্দুর রশিদ, এর চাল কুমড়া খেতে এবং দক্ষিণ গুড্ডিমারী মৌজাস্থ জনৈক হাসানুজ্জামান এর বসতবাড়ির ভিতর আঙ্গিনা অভিযান চালিয়ে মোট ৬০৩বোতল ফেন্সিডিল অটো চার্জারসহ ১জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে
What's Your Reaction?