হার্ট অ্যাটাকের পর তামিমের সফল চিকিৎসা, অবস্থা স্থিতিশীল

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 24, 2025 - 19:26
 0  6
হার্ট অ্যাটাকের পর তামিমের সফল চিকিৎসা, অবস্থা স্থিতিশীল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আশুলিয়ার বিকেএসপিতে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়, যেখানে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট স্থাপন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব জানিয়েছেন, তামিমের অবস্থা এখন স্থিতিশীল হলেও এখনও ঝুঁকি কাটেনি। তিনি বলেন, “আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা করা হয়েছে।"

স্টেন্টিং সফলভাবে সম্পন্ন করেছেন কার্ডিওলোজিস্ট ডা. মনিরুজ্জামান মারুফ। চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের হৃদযন্ত্রে থাকা ব্লক অপসারণ করা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সংকটমুক্ত হতে সময় লাগবে।

এর আগে, সোমবার সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলছিল। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে হাসপাতালের সিইও তৌফিক বিন ইসমাইল, বিসিবি ও বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. রাজিব বলেন, "বিকেএসপির চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ নিয়েছেন। সঠিক সময়ে চিকিৎসা না পেলে পরিস্থিতি জটিল হতে পারত। আমরা আশাবাদী, তামিম দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। সবাই তার জন্য দোয়া করবেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow