হাসপাতাল ভবন নির্মাণ কাজে অনিয়ম, ঠিকাদার বল্লেন কাজে অনিয়ম হবেই 

মিজান রহমান, সি:স্টাফ রিপোর্টার
Apr 30, 2024 - 23:28
 0  22
হাসপাতাল ভবন নির্মাণ কাজে অনিয়ম, ঠিকাদার বল্লেন কাজে অনিয়ম হবেই 
হাসপাতাল ভবন নির্মাণ কাজে অনিয়ম, ঠিকাদার বল্লেন কাজে অনিয়ম হবেই 

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ তলা ভবন নির্মাণ কাজ চলছে। ভবন নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য প্রকল্পের অধিনে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের নির্মাণ কাজ করছেন মেসার্স শরাফত এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

রবিবার বেলা ১২ টার দিকে হাসাপাতাল চত্বরে নির্মাণ কাজের স্হানে গিয়ে দেখা যায় সিডিউল মোতাবেক কাজ না করে বালু বেশি দিয়ে ঠিকাদারের ইচ্ছা স্বাধীন কাজ করছে। বিষয়টি জানতে কাজেের তদারকি ইঞ্জিনিয়ার এখতেখার আলমকে অবহিত করা হলে তিনি নির্মান কাজের অনিয়মের সত্যতা পান।

ব্যয় বহুল এ হাসপাতাল ভবন নির্মানের স্হানে দেখা যায়নি কাজের ব্যয় সম্মিলিত কোন সাইনবোর্ড। এমন কি হাসপাতাল কতৃপক্ষের কোন লোকেও নির্মাণ কাজের স্হানে দেখা যায়নি।

এবিষয় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার বলেন, আমি হাসপাতালের কর্মকর্তা হওয়া সত্বেও হাসপাতাল ভবন নির্মাণের বিষয়ে কোন তথ্যই আমার কাছে নেই। ঠিকাদার আমার সাথে কোন যোগাযোগ না করেই নির্মাণ কাজ করছে।এবিষয়ে তথ্য জানতে ফরিদপুর সিভিল সার্জন ও নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিতভাবে অবগত করা হয়েছে। 

মোবাইল ফোনে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শরাফত হোসেনের সাথে। তিনি বলেন, ঠিকাদারি কাজে অনিয়ম হবেই আপনারা এর কি লিখবেন। এছাড়া জুন মাসে প্রকল্প শেষ হয়ে যাবে। একতলা ভবনের কাজ করাও অসম্ভব হয়ে যাবে। একাজে আমার লোকসান হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow