হাসান-নাজমুলের নেতৃত্বে কুবি’র নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ

কুবি প্রতিনিধি
Feb 25, 2025 - 22:04
 0  13
হাসান-নাজমুলের নেতৃত্বে কুবি’র নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের নাজমুল হৃদয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান তানিম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আজিমুর রহমান শান্ত, হাসান ইমাম ফরহাদ, আয়মান মূসাসহ আরও ছয়জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন তানভীর সালাম অর্ণব, ইয়াকুব ইমন, সাব্বির হুসাইনসহ আরও ১৫ জন।

এছাড়া, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেদ মোহাম্মদ জুনাইদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক নূরের রহিম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাদিয়া আলম তৃষা ও উম্মে নিশাত লুনা।

উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow