হিম উৎসবে কাওয়ালী গানে মুগ্ধ দর্শক 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 24, 2025 - 23:10
 0  4
হিম উৎসবে কাওয়ালী গানে মুগ্ধ দর্শক 

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী টাইকুন হিম উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার রাতে কাওয়ালী গান পরিবেশন করেন জনপ্রিয় কাওয়ালী দল সিলসিলা। 
ফরিদপুরে এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানে কাওয়ালী পরিবেশিত হয়নি। আর তাই কাওয়ালী কে ঘিরে সন্ধ্যা থেকেই দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। 
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধরনের পরিবেশনা  হয়।
এর মধ্যে একক অভিনয় রেম্প শো  ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। তবে সবকিছু ঘিরে সেরা আকর্ষণ ছিল কাওয়ালী। 

সিলসিলা ব্যান্ডের মোট ছয় জন সদস্য এতে অংশগ্রহণ করে ‌ তারা হলেন আবিদ, রাফি, হৃদয়, অন্তম, রাইয়ান ও পার্থিব। রনি ও নাফিজার সঞ্চালনায় ‌ অনুষ্ঠানে একের পর এক কাওয়ালী গান পরিবেশন করে তারা। এর মধ্যে  উল্লেখযোগ্য ছিল
 আল্লাহ আল্লাহ, দমাদম মাসত ক্যালেন্ডার  হর দো গোলি ইয়া মোহাম্মদে, ইয়ে মেরে জোহরা কাভি, কাওয়ালী কাওয়ালী, দে দে পাল তুলে দে, পায়াকুম পায়াকুম, ধন্য ধন্য মেরা ও সিলসিলা 
এই গানের সাথেই মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন বিভিন্ন শ্রেণির  দর্শক তারা হাততালি উৎসাহ জানান প্রত্যেকটি গানকে। এদিকে সিলসিলা ব্যান্ডের ‌ সদস্যরা জানান ফরিদপুরে অনুষ্ঠান করতে এসে তারা আনন্দিত আগামীতে ও তারা এখানে অনুষ্ঠান করতে আসবেন। 
অন্যদিকে আয়োজকেরা জানান আগামীকাল হিম উৎসবের দিনে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে। 
 এদিকে উৎসবের দ্বিতীয় দিনে বিকেল থেকে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বিকেল তিনটা থেকেই মেলা  প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আগামীতেও এ ধরনের একটা মেলা অনুষ্ঠিত হবে সেটা প্রত্যাশা করছে সর্বস্তরের লোকজন। পাশাপাশি মেলার‌ আরো দুই এক দিন বাড়ানো হবে বলে প্রত্যাশা করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow