হিলফুল ফুজুল চ্যারিটেবল ট্রাস্টের কম্বল বিতরণ

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Feb 15, 2025 - 21:44
 0  16
হিলফুল ফুজুল চ্যারিটেবল ট্রাস্টের কম্বল বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারিতে) সকালের দিকে স্থানীয় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল  বিতরণ করা হয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, মোহাম্মদ আলী ও আল আমিন। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সংগঠনটিকে এলাকার সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। ভবিষ্যতে সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বিল্লাল হোসেন, আবু তাহের, রাকিবুল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow