১০২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩,

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Sep 22, 2024 - 15:31
 0  4
১০২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩,
ফরিদপুরে ১০২ বোতল ফেনসিডিলসহ হালিমা বেগম ওরফে ময়না (৩৪) নামে একজন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩।
 এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
রবিবার সকাল আনুমানিক ৯:১৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানার বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর আনুমানিক সাড়ে ৯ টার দিকে  উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়। পরে চেক পোস্টে কর্তব্যরত মহিলা র‌্যাব সদস্যেরএ মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করে তার পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৩ লাখ ৬ হাজার টাকা মূল্যমানের ১০২ বোতল ফেনসিডিল সহ হালিমা বেগম ওরফে ময়না 
 কে গ্রেফতার করে। তার স্বামী-মোঃ তৈয়ব আলী, সাং-খোড়কী (গাজীর বাজার), থানা-কোতয়ালী, জেলা-যশোর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow