১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 25, 2025 - 20:58
 0  7
১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ এনে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বসুরহাট টু মৌলভী বাজার সড়কের প্রায় সাড়ে সাত কিলোমিটার অংশে এই পাকা সড়ক নির্মাণ করছে এস.এ.বি. গ্রুপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কিছু কর্মকর্তার যোগসাজশে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজটি করা হচ্ছে। যদিও এই অভিযোগে সওজ বিভাগ কোনো মন্তব্য জানায়নি।

জানা গেছে, প্রকল্পটি পিএমপি (Periodic Maintenance Program) আওতায় বাস্তবায়ন হচ্ছে। শুরুতেই বালি ভরাট ও পাথর বিছানোর সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। এরপর প্রাইম কোট প্রয়োগেও নিয়ম অনুসরণ করা হয়নি বলে দাবি তাদের। এমনকি প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় বৃষ্টিতে জমে থাকা কাদা-মাটির ওপরই পিচ ঢালাই করা হয়েছে, যা প্রকল্পের নির্ধারিত প্রক্রিয়ার পরিপন্থী।

চরপাবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, “এত নিম্নমানের কাজ আমি জীবনে দেখিনি। সওজ কর্মকর্তাদের বলেও কোনো লাভ হয়নি, কারণ তারাও এই অনিয়মে জড়িত। এমনকি রাতের অন্ধকারে কাজ করা হয়েছে।” তিনি জানান, শুক্রবার (২৫ এপ্রিল) কদমতলা বাজার এলাকায় ফেসবুক লাইভে এসে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে এস.এ.বি. গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো. নাজিম উদ্দিন বলেন, “বাজার এলাকায় একটি পয়েন্টে ইলেকট্রিক খুঁটি ও দোকানের টিন থাকায় কিছু সমস্যার কারণে আমাদের রোলার ও পানি সরবরাহকারী গাড়ি প্রবেশ করতে পারেনি। এজন্য ওই এলাকায় সঠিকভাবে কাজ হয়নি।”

তবে অভিযোগ নাকচ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সালাহ উদ্দিন বাবুল দাবি করেন, “সব কাজই নির্ধারিত সিডিউল অনুযায়ী করা হয়েছে। রাতে প্রাইম কোট দেওয়া হয়েছে। তবে গাড়ির চাপে কিছু জায়গায় তা উঠে গেছে।”

এই বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার ফোন রিসিভ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow