১৮ বছর পর মুকসুদপুরে বিএপির কোন সভা অনুষ্ঠিত,সভায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
গোপালগঞ্জ-১ আসন ( মুকসুদপুর- কাশিয়ানীর একাংশ) এর নেতা কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর পর মুকসুদপুরে এই প্রথম বিএপির কোন সভা অনুষ্ঠিত হচ্ছে দাবি স্থানীয় নেতাদের।
শনিবার বেলা ১২ টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ-১ আসনের ( মুকসুদপুর -কাশিয়ানী একাংশ) তিন সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতা কর্মীরা বিএনপির এক নেতার বিরুদ্ধে এলাকার নিরিহ লোকদের মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি অভিযোগ করেন বক্তরা।
মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সুমন, বিএনপি নেতা আহাজ্জাদ মহসিন খিপু মিয়াসহ মুকসুদপুর ও কাশিয়ানীর চব্বিশটি ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ বলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির নাম ভাংঙিয়ে এলাকার লোকদের মামলা- হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। নিরিহ লোকজন ভয়ে কিছু বলতে পারছেনা। তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা , বিএনপির উপদেষ্টা মন্ডলী ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছে এলাকাবাসি। এলাকার সার্বিক নিরাপত্তার জন্য দলের নেতা কর্মীরা বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
এবিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, আমার বিরুদ্ধে সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ্ সাহেব যে কথা বলেছে তা সত্য নয়। যারা অপরাধী পুলিশ তাদের গ্রেপ্তার করবে সেখান আমি কোন হস্তক্ষেপ করিনা। এমনকি কাউকে ছাড়ানোর তদবির করিনা।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে বেনামে একটা অভিযোগ করেছে। যদি কোন নাম থাকতো তাহলে আমি তা খন্ডন করতাম।
সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, বিগত আওয়ামী লীগে সরকার জায়গা দখল, টেন্ডারবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি জুলম অত্যাচারসহ যেসব অপকর্ম করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছ, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামি দিনের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সুখি সমৃদ্ধশালী মানবিক গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে নেতা কর্মীদের শপথ নেওয়ার আহবান জানান।
What's Your Reaction?