২০ ফেব্রুয়ারীর মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে : এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

আগামী ২০ ফেব্রুয়ারি'র মধ্যে কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেছেন খাগড়াছড়ি জেলা জামায়াত নেতা এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। আজ দুপুর ১২ টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন জেলার জামায়াত নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখান থেকে বৈষম্যমূলক কর্মকান্ড এখনো দূর হয়নি। ষোল বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মামলা মোকদ্দমা এবং জেল-জুলুম থেকে গত ছয় মাসে অনেকে মুক্তি পেলেও জামায়াতের কারা নির্যাতিত নেতা সাবেক জয়েন্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয়নি।
এয়াকুব আলী চৌধুরী বলেন, খুন-খারাবিসহ নানা অপরাধে অভিযুক্ত অনেকেই ইতোমধ্যে মুক্তি পেলেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে ভিন্ন আচরণ কেন করা হচ্ছে ? এ সময় অবৈধ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ আদালতের রায় বাতিল করে অবিলম্বে ২০ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন প্রধান অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ।
জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মো. মাঈন উদ্দিন। এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডাক্তার ওয়ালিউর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে তাদের প্রিয় নেতাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রধান বিচারপতির বরাবর জোর দাবি করেন। অন্যথায় জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সমাবেশের বক্তারা। তারা বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের জায়গা এদেশে হবেনা। তাদেরকে হয় ভারতে চলে যেতে হবে নয়তো সীমান্তে গিয়ে কলাপাতায় ঘুমাতে হবে।
এর আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল চেঙ্গি স্কয়ার থেকে শুরু হয়ে আদালত সড়ক ধরে জেলা প্রশাসক কার্যালয় পদক্ষিণ করে শাপলা চত্তরের মুক্তমঞ্চের সমাবেশে যোগ দেয়।
What's Your Reaction?






