২১ডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 25, 2024 - 18:55
Mar 25, 2024 - 18:56
 0  13
২১ডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

২১৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়ামাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয এরই ধারাবাহিকতায় সোমবার আনুমানিক সকাল ০৮:২০ মিনিটে  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন ইছাখাদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ইঞ্জিন কভারের ভিতর বিশেষ কৌশলে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৬,৩৯,০০০/- টাকা মূল্যমানের ২১৩  বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম 
১। মোঃ জাহিদুল ইসলাম প্রঃ জাহিদ হাসান (৩৪), পিতা-মোঃ শামসুল হক প্রঃ দুলাল, সাং- সদরপাড়া, থানা- জীবন নগর, জেলা- চুয়াডাঙ্গা ২। সাহাবুদ্দীন আহমেদ প্রঃ বুদ্দীন (৩১), পিতা- মৃত খাজেমউদ্দিন, সাং- নুর নগর কলোনী পাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ ও ৩টি মোবাইল জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।
 গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow