৩১ দফা কর্মসূচি প্রচারে বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির বিশাল সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, আব্দুল বাতেন খান শামীম, আবুল কালাম কানন, ফারুক মোড়ল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার মাইনুল করিম, সদস্য বাহারুল ইসলাম বাহার এবং সহ মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল জলিল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসিকুর রহমান দুলু, সাবেক ভিপি মিল্টন, জয়নাল আবেদীন মৃধা জেমস, আজম খান, শহিদুল ইসলাম কারাল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শেখ মো. মাসুদ, কৃষকদল সভাপতি শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ফরিদ কামরুল ইসলাম এপোলো, সজীব, দলোয়ার, সিরাজুল ইসলাম হোসেন, বাবুল খন্দকার ও সিদ্দিকুর রহমান আলীনূর প্রমুখ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, ‘বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’ তারা সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।
What's Your Reaction?






