৩১দফা অবহিতকরণে আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়ন বিএনপি‘র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার ভবানীপুর হাটের ধানপট্টি চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদলের নেতা নাসির উদ্দিন চঞ্চলের সঞ্চালনায় ও শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, মো: কামরুল হাসান সাগর। থানা যুবদলের আহবায়ক খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিন, সাহাগোলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আলা'সহ আত্রাই থানা যুবদল, ছাত্রদল, সাহাগোলা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতা কর্মী'বিন্দু প্রমুখ।
What's Your Reaction?