৪০ বছর বয়সে একসঙ্গে তিন সন্তানের জন্মদিলেন ছকিনা বেগম

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Jun 27, 2024 - 17:57
 0  10
৪০ বছর বয়সে একসঙ্গে তিন সন্তানের জন্মদিলেন ছকিনা বেগম

রাজবাড়ীতে ৪০ বছর বয়সী সকিনা বেগম নামে এক নারী একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৩ নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

সকিনা বেগম রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনাডাঙি গ্রামের মোঃ বিল্লাল খানের স্ত্রী ।

পরিবারের সদস্যরা জানান গত সোমবার(২৪ জুন) রাত দশটার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাতে এগারোটার দিকে নরমাল ডেলিভারিতে তিন পুত্র সন্তানের জন্ম দেন সখিনা বেগম।( ২৭জুন) বৃহস্পতিবার সকিনা বেগমের খোঁজ  নিতে গেলে 
তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হয়েছে আমার খুব আনন্দ লাগতেছে , আমার  স্ত্রী সখিনা বেগম ও খুব খুশি  এবং আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি হয়েছে।

ডাঃ মোঃ খন্দকার আবু জালাল বলেন, তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। মা ও তিন সন্তান সম্পুর্ন সুস্থ আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow