৫ লক্ষ টাকা সহ কলেজ শিক্ষার্থী নিখোঁজের রহস্য উন্মোচন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব ৫ লাখ টাকা সহ নিখোঁজের রহস্য উন্মোচিত হয়েছে।
মঙ্গলবার সাকিবের বাবা জানিয়েছেন তার ছেলে একই এলাকার ইসলামের মেয়ে সাদিয়াকে নিয়ে আত্নগোপন করে আছে বলে সংবাদ পেয়েছেন তিনি।
আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে সাকিব ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে জানিয়েছে সে একই এলাকার ইসলামের মেয়েকে নিয়ে কোথাও রয়েছে। তিনি লোকেশন জানতে চাইলে দু-পরিবার তাদের বিয়ে মেনে নিলে তারা এলাকায় ফিরে আসবে বলে শর্ত দেয় কিন্তু কোথায় আছে কোনভাবে প্রকাশ করেনি। ৫ লাখ টাকা কোথায় এমন প্রশ্ন করলে সাকিব জানিয়েছে টাকা নষ্ট হয়নি নিরাপদে আছে। তিনি বিষয়টি কুমারখালী থানা ও কুষ্টিয়া ডিবি কে জানিয়েছেন বলে জানান।
সাদিয়ার বাবা ইসলাম জানান, দু’মাস আগে সাকিব কোর্টের মাধ্যমে সাদিয়াকে বিয়ে করে। বিয়ের ১৯ দিন পর সাকিবের পরিবার সাদিয়াকে কোর্টে নিয়ে ডিভোর্স দেবার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সাদিয়া কোনভাবেই সাকিবকে ডিভোর্স দিতে রাজি হননি। পরবর্তীতে তিনি সংবাদ পেয়ে কুষ্টিয়া কোর্টে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এবং গত ২৭ জুন সাদিয়া কুষ্টিয়া বোনের বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। এবং ১১ টার পর থেকে সাদিয়ার ফোন বন্ধ দেখায়। তারপর থেকে সাদিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তিতে খোঁজ নিয়ে জানতে পারেন সাকিব টাকা নিয়ে বাড়ি থেকে বের হবার পর তারও কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। সাকিব ও সাদিয়া একসাথে আত্নগোপন করে আছে বলে তিনি দাবি করেন।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ছেলে এবং মেয়ে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে কোথাও আত্নগোপন করে আছে। তাদের দু'জনের ইতিপূর্বে বিয়ে হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তাদেরকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
What's Your Reaction?